ঢাকাবুধবার , ১ অক্টোবর ২০২৫

আইএলটিএস ছাড়াই স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ে

বার্তা বিভাগ
অক্টোবর ১, ২০২৫ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় বৃত্তির জন্য আবেদন শুরু হয়েছে। বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থী এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা বৃত্তির আওতায় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য এই বৃত্তি কার্যকর থাকবে।

হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় ২০১০ সালে প্রতিষ্ঠিত হয় এবং কাতারের রাজধানী দোহার এডুকেশন সিটিতে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টি উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। কাতার ন্যাশনাল ভিশন-২০৩০ বাস্তবায়নে মানবসম্পদ উন্নয়ন, উদ্ভাবনী গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

সুবিধাসমূহ:
• হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।
• একাডেমিক কোর্স কারিকুলাম ইংরেজি ভাষার হলে আইইএলটিএসের প্রয়োজন নেই।
• স্নাতকের শিক্ষার্থীদের জন্য মাসিক ৫ হাজার কাতারি রিয়াল (১ লাখ ৬৭ হাজার ১৭৮ টাকা) দেওয়া হবে।
• আবাসন ব্যবস্থার সুযোগ।
• স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য থাকবে সাড়ে ৭ হাজার কাতারি রিয়াল।

অধ্যয়নের ক্ষেত্রগুলো
• ইসলামিক স্টাডিজ কলেজ;
• মানবিক ও সামাজিক বিজ্ঞান কলেজ;
•বিজ্ঞান ও প্রকৌশল কলেজ;
•আইন কলেজ;
•স্বাস্থ্য ও জীবনবিজ্ঞান কলেজ;
•কলেজ অব পাবলিক পলিসি।

এসব কলেজের প্রতিটির অধীনে একাধিক বিভাগ রয়েছে। শিক্ষার্থীরা যোগ্যতা অনুযায়ী পছন্দের বিভাগে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা
এই বৃত্তির প্রতিটি প্রোগ্রামে আবেদনের যোগ্যতা ভিন্ন ভিন্ন। আগ্রহী প্রার্থীরা আবেদনের অফিশিয়াল লিংক থেকে বিভাগ অনুযায়ী আবেদনের যোগ্যতা সম্পর্কে জানতে পারবেন।

আবেদন পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীরা এই লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

https://www.hbku.edu.qa/en/admissions?tabid=Colleges+Admissions&fbclid=IwQ0xDSwNJigRleHRuA2FlbQIxMAABHq3MkTojL-746XufVYjFZkrukA99Mgw7enpEsrSeElvyYt8GsvbzQwQC0mPR_aem_ofrZi5v9Gnn1fE9LGwa_Rg

আবেদনের শেষ সময়
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আবেদনের শেষ সময় ১ ফেব্রুয়ারি, ২০২৬।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।