ঢাকাবৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, চিকিৎসা নিতে পারছেন

বার্তা বিভাগ
ডিসেম্বর ১৮, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

গত কয়েক দিনের চিকিৎসায় খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো উন্নতি হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চিকিৎসক জাহিদ বলেছেন, ‘ওনার (খালেদা জিয়া) অবস্থা স্থিতিশীল আছে, এটা বলতে পারেন।’

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে ব্রিফ করেন জাহিদ হোসেন। সেখানে তিনি এ তথ্য জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।