ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫

আইফোনে এলো ১৭ সিরিজ

বার্তা বিভাগ
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১০:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

আইফোন আর সেপ্টেম্বর দুয়ের সম্পর্ক অনেক আগের। সারাবিশ্বের কোটি কোটি ভক্ত যেন অপেক্ষার প্রহর গুনতে থাকেন পরের আইফোন মডেলে কী পরিবর্তন আসছে, তা নিয়ে। এবার সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সেই অপেক্ষার ইতি টানল অ্যাপল। বহুল আলোচিত ১৭ সিরিজের চারটি মডেল বিশ্বমঞ্চে উপস্থাপন করলেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক।

কী সুবিধা যুক্ত হলো

সিরিজের ১৭ মডেলের প্রতিটি ফোনে রয়েছে প্রমোশন প্রযুক্তি আর ৬.৩ ইঞ্চি ডিসপ্লে।

রিফ্রেশ রেট ১২০ হার্টজ পর্যন্ত সুবিধা দেবে। নতুনত্বে রয়েছে অলওয়েজ-অন ডিসপ্লে। সেই সঙ্গে আছে তিন হাজার নিটসের সর্বোচ্চ উজ্জ্বলতা। জানা গেছে, নতুন মডেলের স্ক্রিনটি সিরামিক শিল্ড-টু সুরক্ষিত।

টাচস্ক্রিনের স্তরে আগের প্রজন্মের তুলনায় তিন গুণ বেশি স্ক্র্যাচ প্রতিরক্ষার সামর্থ্য রয়েছে।

কতটা শক্তিশালী?

সবকটি মডেল শুধু বাইরে থেকেই নয়, আগের সব মডেলের তুলনায় অভ্যন্তরে বেশ শক্তিশালী এবারের সিরিজ। আইফোন ১৭ মডেলের ভেতরে নতুন এ১৯ চিপ যুক্ত হয়েছে। যার মধ্যে সিক্স-কোর সিপিইউ এবং ৫-কোর জিপিইউ অন্যতম। নির্মাতা অ্যাপল বলছে, নতুন চিপটি আগের আইফোন মডেলের তুলনায় অনেক বেশি গতির নিশ্চয়তা দেবে। অন্যদিকে, গেমিং অভিজ্ঞতায় দেবে বিশেষ স্বাচ্ছন্দ্য, যা অ্যাপল ইন্টেলিজেন্সকে সমর্থন করে। প্রধানত এবারের মডেলে এআই পরিষেবার মিশেল দৃশ্যমান হবে।

ডুয়াল ফিউশন

আইফোন ১৭ সিরিজের সবকটি মডেলের ক্যামেরা আগের তুলনায় মানোন্নত করা হয়েছে। শক্তিশালী ক্যামেরায় রয়েছে ৪৮ মেগাপিক্সেল ফিউশন আলট্রাওয়াইড সুবিধা এবং ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সবকিছুকে একযোগে ডুয়াল ফিউশন সিস্টেম বলা হয়েছে। অ্যাপল কর্তৃপক্ষ বলছে, আলট্রাওয়াইড ক্যামেরাটি আইফোন ১৬ মডেলের তুলনায় চার গুণ রেজ্যুলেশন সুবিধা নিশ্চিত করবে।

সামনের ক্যামেরায় রয়েছে বৃহত্তর ও বর্গাকার সেন্সর। ফলে ক্যামেরা না ঘুরিয়ে ছবি তোলা যাবে অনায়াশে। নতুন এই সেন্সর ১৮ মেগাপিক্সেলের ছবি তুলতে পারদর্শী। ভিডিওচিত্র ধারণে আগের তুলনায় পাওয়া যাবে বেশি স্বাচ্ছন্দ্য।

ব্যাটারি ও স্টোরেজ

নতুন সিরিজের সবকটি আইফোন মডেলে আগের তুলনায় দীর্ঘ ব্যাটারি লাইফ পাওয়া যাবে। এর আগে আইফোন ১৬ মডেলের তুলনায় বাড়তি আট ঘণ্টা ভিডিও প্লেব্যাক সুবিধা থাকবে এতে। চার্জ করা যাবে আগের চেয়ে কম সময়ে ও দ্রুত। মাত্র ২০ মিনিটে ৫০ শতাংশ ব্যাটারি চার্জ হয়ে যাবে, যা আইফোন ভক্তদের জন্য অনন্য সুবিধা। আইফোন ১৭ সিরিজের স্টোরেজ শুরু হচ্ছে ২৫৬ জিবি সংস্করণে।

সম্ভাব্য দাম কেমন

যুক্তরাষ্ট্রে ১৭ প্রো মডেলের দাম শুরু হচ্ছে এক হাজার ৯৯ ডলার থেকে। মডেল প্রো ম্যাক্সের প্রারম্ভিক দাম হবে এক হাজার ১৯৯ ডলার।

আইফোন ১৭, ১৭ এয়ার, ১৭ প্রো ও ১৭ প্রো ম্যাক্স– চারটি মডেলের ঘোষণা দিয়েছে অ্যাপল। যার মধ্যে আইফোনের এয়ার মডেল এই প্রথমবার এসেছে। আইফোন প্লাস ভার্সনের বদলেই আইফোন এয়ার আনল অ্যাপল। আইফোনের দাম দেশে দেশে সমান হয় না।

দাম বিবেচনা করলে যুক্তরাষ্ট্রে সবচেয়ে সাশ্রয়ে পাওয়া যায় আইফোন।

আইফোন ১৭ সিরিজের জন্য প্রি-অর্ডার ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। বিপণন শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। অনলাইন ও রিটেইল স্টোর– দুই সোর্স থেকেই পাওয়া যাবে নতুন সিরিজের আইফোন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।